, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাইজভান্ডার দরবার শরিফের ৬০ ভক্ত নিয়ে বাস খাদে  

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ০৪:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ০৪:১১:৫০ অপরাহ্ন
মাইজভান্ডার দরবার শরিফের ৬০ ভক্ত নিয়ে বাস খাদে   ফাইল ছবি
কিশোরগঞ্জ সদর উপজেলায় মাইজভান্ডার দরবার শরিফ থেকে ভক্তদের নিয়ে একটি বাস ফেরার পথে খাদে পড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে যান। পরে রোববার বাড়ি ফেরার পথে ওই ইউনিয়ন পরিষদের সামনের খাদে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

বাস যাত্রীরা জানান, শুক্রবার আমরা প্রায় ৬০ জন ভক্ত চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে গিয়েছিলাম। রোববার ফেরার পথে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আমাদের অনেক লোক আহত হয়েছেন।

স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, রোববার দুপুরে সংবাদ পেয়ে আমাদের টিম উদ্ধার অভিযান চালায়। বাসের ভেতরে কেউ আটকা নেই।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান