, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ০৩:২৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ০৩:২৭:২০ অপরাহ্ন
বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ফাইল ছবি
চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, 

তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করেতে নেতাকের্মীদের গুম করা হচ্ছে।

এর আগে শনিবার (১৯ আগস্ট) সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার কিছু হলে সম্পূর্ণ দায়-দায়িত্ব নিতে হবে সরকারকে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে এ পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান