, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আওয়ামী লীগের অফিস ভাঙচুরসহ ১২ জনকে কুপিয়ে জখম কিশোর গ্যাং সদস্যরা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ১২:৪৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ১২:৪৬:২৪ অপরাহ্ন
আওয়ামী লীগের অফিস ভাঙচুরসহ ১২ জনকে কুপিয়ে জখম কিশোর গ্যাং সদস্যরা ফাইল ছবি
নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসাবাড়িতে লুটপাট এবং রূপগঞ্জ থানার এসআই মারুফসহ প্রায় ১০ থেকে ১২ জনকে কুপিয়ে আহত করেছে তারা।

রোববার (২০ আগস্ট) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতদের প্রথমে খানপুর হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এ হামলা চালায়। এতে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে সড়কের পাশে রেস্টুরেন্ট ও বসতঘর হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে। এ সময় পথচারীদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মারুফও পথচারী হিসেবে আহত হন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কি কারণে এ হামলা হয়েছে তা জানতে ও সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে। আহত পুলিশ কর্মকর্তা মারুফকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান