, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আওয়ামী লীগের অফিস ভাঙচুরসহ ১২ জনকে কুপিয়ে জখম কিশোর গ্যাং সদস্যরা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ১২:৪৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ১২:৪৬:২৪ অপরাহ্ন
আওয়ামী লীগের অফিস ভাঙচুরসহ ১২ জনকে কুপিয়ে জখম কিশোর গ্যাং সদস্যরা ফাইল ছবি
নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসাবাড়িতে লুটপাট এবং রূপগঞ্জ থানার এসআই মারুফসহ প্রায় ১০ থেকে ১২ জনকে কুপিয়ে আহত করেছে তারা।

রোববার (২০ আগস্ট) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতদের প্রথমে খানপুর হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এ হামলা চালায়। এতে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে সড়কের পাশে রেস্টুরেন্ট ও বসতঘর হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে। এ সময় পথচারীদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মারুফও পথচারী হিসেবে আহত হন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কি কারণে এ হামলা হয়েছে তা জানতে ও সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে। আহত পুলিশ কর্মকর্তা মারুফকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’