, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে পানিতে ডুবে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৯:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৯:২৮:৩৪ অপরাহ্ন
ঘোড়াঘাটে পানিতে ডুবে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া মাইল নদীর একটি শাখায় পানিতে ডুবে রাসেল ইসলাম (১১) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বারোপাইকেরগর এলাকার লোকমান শেখ এর ছেলে।
 
শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নং সিংড়া ইউপির বারোপাইকেরগর এলাকার করতোয়া মাইল নদীর একটি শাখায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। 
 
জানা যায়, দুপুরবেলা রাসেল সহ ৩/৪ জন শিশু বাড়ির পাশে মইলা নদীর কোমর পানিতে গোসল করতে নামে। সকল শিশুর গোসল শেষ হলে রাসেল সবাইকে বলে তোরা যা আমি আসছি। সবাই চলে যাওয়ার পর সে আর নদীতে থেকে উঠে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাসেলকে আর খুঁজে না পেয়ে বিকাল ৪ টার দিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসসে খবর দেয়। 
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে আমরা গোসলের ওই স্থানে গিয়ে শিশুটিকে খোঁজাখুঁজি করে না পেয়ে সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে মৃত অবস্থায় শিশু রাসেল লাশ উদ্ধার করতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে রাসেল গোসল করতে করতে মনের অজান্তে এতদূর চলে এসেছিলো এবং লাশ উদ্ধারের স্থানটি গোসলের জায়গার তুলনায় অনেক গভীর ছিল। পুরোপুরি সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। 
 
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় একটি সাধারণ ডাইরি ভুক্ত করা হয়েছে। নিহতের পরিবার পক্ষথেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
 
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ