, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ, ২ দিন পর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৩ ০৭:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৩ ০৭:০৪:২৬ অপরাহ্ন
টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ, ২ দিন পর লাশ উদ্ধার


ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে টিকটক ভিডিও বানাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সম্রাট হোসেন রাব্বী (১৪) নামে এক কিশোর। 

ঘটনার দুদিন পর রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাব্বী রংপুর জেলার গঙ্গাধর স্থান এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে।

রাব্বী ৭-৮ জন সহপাঠীর সঙ্গে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় মো. ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। 

স্থানীয়রা জানান, টিকটিক ভিডিও বানানোর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কাজকর্মও করে থাকে। তারা সহপাঠীরা মিলে শুক্রবার বিকালে বংশী নদীর কাকরানবাজার ও রহিমপুর পয়েন্টে ডিঙি নৌকা নিয়ে টিকটক ভিডিও বানাতে আসে। 

এ সময় একটি দৃশ্যের ভিডিওচিত্র ধারণের জন্য নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে নিঁখোজ হয়ে যায় রাব্বী। এর পর অনেক খোঁজাখুঁজি করে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ওই টিকটকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাকরান এলাকার বাসিন্দা মিলন খান বলেন, এ স্থানে বেড়াতে এসে প্রতিবছরই দু-চারজন পানিতে ডুবে মারা যায়। এর পরও মানুষ মরার জন্য এ স্থানেই বেড়াতে আসে। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসে ডুবুরিরা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গেছে।
সর্বশেষ সংবাদ
বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা

বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা