এবার শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার দিনে অনন্য মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দু’দিন আগেই নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে পাকিস্তান। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাবররা আজ রবিবার ৭ মে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারলেই কেবল শীর্ষে টিকে থাকবে তারা। আর পরাজিত হলে শীর্ষস্থান থেকে নেমে যাবে। দুইধাপ পিছিয়ে তারা অবস্থান করবে র্যাঙ্কিংয়ের তিনে।
এদিকে দল যখন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কার মুখে দাঁড়িয়ে তখন নতুন এক মাইলফলক নিজের করে নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চতুর্থ ওয়ানডেতেই ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন বাবর। এতে করে দুটি রেকর্ড নিজের করে নেন। একটি হলো ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের রেকর্ড, আরেকটি হলো দ্রুততম সময়ে ওয়ানডেতে ১৮ সেঞ্চুরি করার রেকর্ড।
আজ রবিবার ৭ মে আরও একটি মাইলফলক স্পর্শ করেন পাক অধিনায়ক। করাচি অনুষ্ঠিত এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে শততম ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের এ ডানহাতি ব্যাটার। ৫০ ওভারের ক্রিকেটে তিনি হবেন পাকিস্তানের ৩২তম ক্রিকেটার। এই তালিকায় সবার উপরে রয়েছেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি খেলেছেন ৩৯৩ ম্যাচ। ২০১৫ সালে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অভিষেকের স্বাদ পাওয়া বাবর ৯৯ ম্যাচে ৫৯.৮৫ গড়ে রান করেছেন ৫ হাজার ৮৮। ঝলমলে ক্যারিয়ারে ১৮টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৬টি হাফসেঞ্চুরি। বর্তমানে বাবর ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন।