, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


জলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে তৈরি হচ্ছেন নাঈম শেখ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০১:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০১:০০:১৯ অপরাহ্ন
জলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে তৈরি হচ্ছেন নাঈম শেখ
দেশের ঘরোয়া ক্রিকেটে নাঈম শেখের ব্যাটে দেখা যায় রানের ফুলঝুরি। তবে যখন বাংলাদেশের জার্সি পরেন, তখন নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। এবার এক বিশেষ উপায়ে নিজেকে তৈরি করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বারবার সুযোগ পেয়েও প্রমাণে ব্যর্থ নাঈম এবার শরণ নিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের। 

গতকাল রাতে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন নাঈম। ভিডিওতে দেখা যাচ্ছে, ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর সামনে আগুনের পাটি বিছানো। পাশে থেকে তাঁকে পরামর্শ দিচ্ছেন সাবিত। সাবিতের পরামর্শই নাঈমকে সাহস জুগিয়েছে আগুনের ওপর দিয়ে হাঁটার। 

এশিয়া কাপে ভালো কিছু করবেন—এমনটা চিন্তা করেই হয়তো বেশ অবলীলায় আগুনের ওপর দিয়ে হাঁটলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এমন কাজের জন্য তিনি বাহবা পেয়েছেন। ভিডিওতে ক্যাপশন দিয়েছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানের থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’