, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালে ভর্তি তমা মির্জা, চেয়েছেন দোয়া

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ১২:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ১২:৪৪:২০ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি তমা মির্জা, চেয়েছেন দোয়া ছবি: সংগৃহীত
বর্তমানে চলচিত্র জগতের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে জানান তিনি। 

পোস্টের ক্যাপশনে লেখেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এছাড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, গত জুনেও অসুস্থতার কথা জানিয়েছিলেন এ তারকা। গত ২৩ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চেকইন দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার-পাঁচ দিন।

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনও সফলতার সঙ্গে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। এতে তমা মির্জার ‘ময়না’ চরিত্রটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম