, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সর্বজনীন পেনশনে জমা পড়ল আড়াই কোটি টাকা, নিবন্ধন ১০ হাজারের বেশি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ১০:৫৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ১০:৫৭:৪৬ পূর্বাহ্ন
সর্বজনীন পেনশনে জমা পড়ল আড়াই কোটি টাকা, নিবন্ধন ১০ হাজারের বেশি
এবার সর্বজনীন পেনশন কর্মসূচী চালুর পর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। বিভিন্ন স্কিমে টাকা জমা দিয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা আজ শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে গোলাম মোস্তফা জানান, সর্বজনীন পেনশন স্কিমে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩ হাজার মানুষ চাঁদা দিয়েছেন। এই সময়ে মোট আদায় প্রায় দেড়কোটি টাকা। এই পর্যন্ত স্কিমে নিবন্ধন করেছেন ১০ হাজারের বেশি মানুষ।

অনলাইন কার্যক্রমের কারণে নিবন্ধনকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি আশা প্রকাশ করে বলেন, দিন দিন সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যাও বাড়বে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। 

এদিকে পেনশনের ছয়টি স্কিমের মধ্যে চারটি চালু করা হয়েছে। এই চার স্কিমে অন্তত ১০ কোটি এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে বলে আশা সরকারের।
সর্বশেষ সংবাদ