, শুক্রবার, ০৩ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কাজে মুগ্ধ হয়ে মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিল এলাকাবাসী

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ০৬:৩৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ০৬:৩৬:২১ অপরাহ্ন
কাজে মুগ্ধ হয়ে মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিল এলাকাবাসী
এবার হবিগঞ্জের মাধবপুরে এলাকার মুসল্লিদের কাছ থেকে একটি মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম। মোটরসাইকেলটি উপহার দেওয়া হয়েছে ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিয়াজ নগর গ্রামের মধ্যে মহল্লার রিয়াজ নগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারি নাসির উদ্দিনকে।

আজ শুক্রবার জুমার নামাজের পর সমবেত মুসুল্লিদের উপস্থিতি হোন্ডা ব্র্যান্ডের ১১০ সিসির নতুন মোটরসাইকেলের চাবিটি ইমামের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত মহল্লার সামছুল আলম পাবেল ও এলাকার কিছু যুবকের উদ্যোগে ইমাম সাহেবকে এই মোটরসাইকেলটি উপহার দেওয়া হয়।

এদিকে নাসির উদ্দিন হুজুর রিয়াজ নগর কেন্দ্রীয় জামে মসজিদে বিগত ২৩ বছর থেকে ইমামতি করছেন। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে। মসজিদ থেকে ইমাম সাহেবের বসতবাড়ি প্রায় ৪ কিলোমিটার দূরে। এতদূর থেকেও তিনি প্রতিদিন নিয়ম করে ৫ ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন।

এ বিষয়টি এলাকার যুবকরা দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করছিলেন। তাই তারা ৮/৯ জন যুবক উদ্যোগ নিয়ে এলাকার কিছু মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করেন। উত্তোলন করা টাকায় মোটরসাইকেল ক্রয় করে ইমাম সাহেবকে হস্তান্তর করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, আমরা এলাকাবাসী ইমাম সাহেবের কাজে মুগ্ধ হয়েছি। তার মধ্যে সকল প্রকার সৎগুণ বিরাজমান। তিনি অনেক দূর থেকে নিয়মিত এসে নামাজ পড়ান। মোটরসাইকেলটি তার যাতায়াতের জন্য প্রয়োজন ছিল।

এ বিষয়ে রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাসির উদ্দিন বলেন, 'এলাকাবাসী প্রকৃতপক্ষে একজন ইমাম সাহেবকে সম্মানিত করেছেন। একজন ইমাম সাহেব সমাজকে পরিশুদ্ধ করতে কাজ করেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এলাকার মুসুল্লিদের ভালোবাসায়। এক কথায় অভিভূত হয়েছি।'