কবি, গীতিকার ও জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে অনেকদিন হলো। মারজুক রাসেল সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন। ফলে এই প্ল্যাটফর্মে তাঁকে অনুসরণ করতে শুরু করেন লাখ লাখ অনুসারী। তবে মারজুক রাসেলের সামাজিক যোগাযোগমাধ্যমে আপাতত কোনো আইডি বা পেজ নেই বলে জানিয়েছেন। তার নামে চালানো ফেইক আইডি ও পেজের বিষয়ে মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে জানিয়েছেন তিনি।
সম্প্রতি মারজুকের নামে খোলা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে নানা ধরনের “অপ্রীতিকর” লেখা প্রকাশ করা হতে থাকে। সেই লেখাগুলো শেয়ারও হয় অসংখ্য। এ বিষয়ে শুক্রবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
মারজুক বলেন, “ফেসবুকে আমার নামে কোনো পেইজ বা অ্যাকাউন্ট আপাতত নাই। অথচ আমার নামে ফেসবুকে সক্রিয় একাধিক ফেইক পেজ, আইডির নিয়মিত পোস্টে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। আমার নামে একাধিক ফেক প্রোফাইল বা পেইজ, ফ্যান পেইজ খুলে কারা চালাচ্ছে, আমি জানি না। মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে রেখেছি।”
তার নামে পোস্ট হওয়া লেখা প্রসঙ্গে তিনি বলেন, “সেসব মোটেও আমার লেখা নয়। যারা আমাকে দীর্ঘদিন ফলো করেন, যারা আমাকে চেনেন। যারা আমার লেখা পড়েন, তারা জানেন সেসব আমার নয়। হ্যাঁ, অনেকেই বিভ্রান্ত হচ্ছে এটাও আমি জানি। তাদের বলবো বিভ্রান্ত হবেন না।”