, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মন্ত্রীর সামনেই নারী এমপির গায়ে হাত তুললেন আ.লীগ নেতা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ০৪:১০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ০৪:১০:১১ অপরাহ্ন
মন্ত্রীর সামনেই নারী এমপির গায়ে হাত তুললেন আ.লীগ নেতা ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট নৃশংস ও বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতে এ ঘটনা ঘটে।

সংরক্ষিত নারী আসনের এমপি ও বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি হোসনে আরার অভিযোগ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালের উদ্দেশে তিনি বলেন, দলীয় কর্মসূচিতে তাকে কেন দাওয়াত দেওয়া হয় না। এমনটা বলতেই ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তেড়ে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তার গায়ে হাত তোলেন। পরে হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।

হোসনে আরার অভিযোগের পর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।  এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। দলীয় কার্যালয়ে সংসদ সদস্য লাঞ্ছিত হওয়ার পর ইসলামপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’