, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া ওসিকে প্রত্যাহার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ০৩:৩৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ০৩:৩৮:৫৪ অপরাহ্ন
অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া ওসিকে প্রত্যাহার ফাইল ছবি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চাওয়া কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

শুক্রবার দুপুরে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান। 

পুলিশ সুপার বলেন, ওসি ফারুক আহমেদকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে জেলার সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।

এর আগে গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে ওসি ফারুক আহমেদকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট প্রার্থনা করেন তিনি। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে।

এ সময় ওসি ফারুক আহমেদ বলেন, “নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। উনি আপনাদের জন্যই এসব কাজ করেছেন।”
সর্বশেষ সংবাদ