, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আমার পিএসজিতে যাওয়ার ইচ্ছা ছিল না: মেসি

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ০২:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ০২:৩৬:১৩ অপরাহ্ন
আমার পিএসজিতে যাওয়ার ইচ্ছা ছিল না: মেসি
জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ও লিওনেল মেসির মধ্যে হয়েছিল সমঝোতা। দুপক্ষ চুক্তি স্বাক্ষরেও সম্মত ছিল। কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও লা লিগার আর্থিক নিয়ম-কাঠামোর কারণে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় ২০২১ সালে ন্যু ক্যাম্প ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা।
 
স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সে পা রাখেন মেসি। লিগ ওয়ানের শীর্ষ দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন। যদিও প্যারিসে খুব একটা ভালো ছিলেন না তিনি। বিশ্বকাপজয়ী ফুটবলার বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথাও বলেছেন। ফ্রান্সে যে তিনি ভালো সময় পার করেননি, সেটি জানালেন। 

এদিকে ৩৬ বর্ষী ফুটবলার বললেন, ‘আমার পিএসজিতে যাওয়ার পরিকল্পনা ছিল না কিংবা ইচ্ছা ছিল না। আমি বার্সেলোনা ছেড়ে যেতে চাইনি।’

মেসির বাবা বাবা হোর্হে গত বছর জানিয়েছিলেন, কোনো একদিন বার্সায় ফিরবেন মেসি। চলতি বছর সেই সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন এলএম টেন। ফ্লোরিডায় যাওয়ার পর মাঠে পারফরম্যান্সটা হচ্ছে দারুণ। পরিবার নিয়ে বেশ আনন্দেই সময়টা পার করছেন। ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কারণও খোলাসা করেন এলএম টেন।
 
তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তটা অনেক কিছুর ওপর ভিত্তি করে নেয়া ছিল। এ ব্যাপারে অনেক চিন্তা করেছি এবং আমার পরিবারের সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে এসেছি, যাতে ফুটবল উপভোগ করতে পারি। এটাই আমি আমার সারা জীবন উপভোগ করেছি এবং আমি তা যেকোনো কিছুর চেয়ে বেশি পছন্দ করেছি।’

মেসি আরও বলেন, ‘বলা যেতে পারে আমি বেশ সুখী। শুধু মাঠের ফলাফলের কারণে নয়, আমার পরিবারের কারণে। আমরা দৈনন্দিন জীবনযাপন করি। শহরটি উপভোগ করছি এবং ভক্তদের কাছ থেকে প্রথম দিন যে সম্ভাষণ পেয়েছি, তা অসাধারণ। শুধু মিয়ামিতে নয়, সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। অতিথি দল হিসেবে আমাদের ডালাসে যেতে হয়েছিল। আমার প্রতি সবার যে আচরণ, তা দেখার মতো ছিল। এই মুহূর্তগুলো পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’