সেনাসমর্থিত সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তাহলে গণতন্ত্র ফিরতো না, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছে, মানুষ মুক্তি পেয়েছে। রোববার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বাংলার স্থপতি বইয়ের লেখকের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি, বলেন দেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পর বঙ্গবন্ধু বাংলাদেশর স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। ধীরে ধীরে দেশের মানুষকে সংগঠিত করে দেশকে স্বাধীন করেছেন। তার মতো বিচক্ষণ ও ধৈর্যশীল মানুষ বিরল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই বই লেখে, কিন্তু অনেক সময় দেখা যায় ইতিহাস বিকৃত হয়, সঠিক তথ্য থাকে না। তাই এ বিষয়ে সবাইকে শতর্ক থাকতে হবে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতি।