, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছেলের বিয়ে নিয়ে দ্বিমত, বাবাকে কুপিয়ে পলাতক মা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ১১:৩২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ১১:৩২:৩৭ পূর্বাহ্ন
ছেলের বিয়ে নিয়ে দ্বিমত, বাবাকে কুপিয়ে পলাতক মা
ছেলের বিয়েকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় ফারুক হোসেন নামের এক কৃষককে কুপিয়ে আহত করেছে তারই স্ত্রী। মুমূর্ষু অবস্থায় আহত কৃষককে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য সেখানে থেকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক আছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই স্ত্রী মাহমুদা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল ফারুকের। মাহমুদা তাদের ছেলেকে তার ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান। কিন্তু, এ প্রস্তাবে রাজি ছিলেন না ফারুক। এ নিয়েই তাদের ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঘরের খাটের ওপর ফারুকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।

এ প্রসঙ্গে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ছেলের বিয়ে দেয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। স্ত্রী দা দিয়ে স্বামীর মাথা ও মুখে কুপিয়েছে। ঘটনার পর থেকেই ওই গৃহবধূ পলাতক আছে, তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান