ছেলের বিয়েকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় ফারুক হোসেন নামের এক কৃষককে কুপিয়ে আহত করেছে তারই স্ত্রী। মুমূর্ষু অবস্থায় আহত কৃষককে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য সেখানে থেকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক আছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই স্ত্রী মাহমুদা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল ফারুকের। মাহমুদা তাদের ছেলেকে তার ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান। কিন্তু, এ প্রস্তাবে রাজি ছিলেন না ফারুক। এ নিয়েই তাদের ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঘরের খাটের ওপর ফারুকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।
এ প্রসঙ্গে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ছেলের বিয়ে দেয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। স্ত্রী দা দিয়ে স্বামীর মাথা ও মুখে কুপিয়েছে। ঘটনার পর থেকেই ওই গৃহবধূ পলাতক আছে, তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।