এবার মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেয়ায় পাবনার চাটমোহরে এক সরকারি কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ আগস্ট তাকে অব্যাহতি দেয়া হয়। এই কর্মকর্তা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা।
এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরপরই একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দিবেন। আমিন।’
এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।
এ ঘটনার পর চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় একাডেমিক সুপারভাইজারকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবিবকে দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম বলেন, আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরণের স্ট্যাটাস দেয়া ঠিক হয়নি। তিনি এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলতে বলেন।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী বলেন, দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ইউএনও এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।