, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নির্বাচনে অংশগ্রহণ করুন, নয়তো নেতাকর্মীদের নিয়ে পাকিস্তান চলে যান: বিএনপিকে কাদের

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
নির্বাচনে অংশগ্রহণ করুন, নয়তো নেতাকর্মীদের নিয়ে পাকিস্তান চলে যান: বিএনপিকে কাদের
এবার বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর নির্বাচনে না আসলে তাদের দলের নেতাকর্মীদের নিয়ে পাকিস্তানে চলে যাওয়ার কথাও বলেন তিনি।

এ সময় তিনি বলেন, 'প্রতিদিন একটি কথা- তত্ত্বাবধায়ক সরকার। আমি বিএনপি নেতাদের বলছি, পৃথিবীতে এখন একটি দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে, দল নিয়ে পাকিস্তানে যান। সেখানে তত্ত্বাবধায়ক পাবেন।'

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন। এ সময় কাদের বলেন, 'একসময় তার (তারেক রহমানের) বাবা গর্ব করে বলতেন, টাকা কোনো সমস্যা নয়। বাবার মতো সেও বলে, আন্দোলন করো। টাকার অভাব হবে না। এই টাকা কোথা থেকে আসে?'

তিনি আরও বলেন, 'আজকে বিএনপি এখনও সন্ত্রাসবাদের রাজনীতি করে। সিরিজ বোমা হামলা চালানো জেএমবির জন্য বিএনপিই বিশ্বস্ত দল।' বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'খালেদা জিয়ার পক্ষে ৫০০ জনকে নিয়েও সমাবেশ করতে পারবেন না।'

তিনি বলেন, 'আজ অবাক লাগে যখন মির্জা ফখরুল বলছেন, আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। ফখরুল কি ইতিহাস ভুলে গেছেন? তখন কি তার জন্ম হয়নি?' তিনি আরও বলেন, 'তারা পুরো বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রক্তে ভেসে গেছে।'
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস