, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি অর নিয়ে আর ভাবছি না: মেসি

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৩ ১০:৫৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৩ ১০:৫৭:২৫ পূর্বাহ্ন
বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি অর নিয়ে আর ভাবছি না: মেসি
তারকা ফুটবলার  লিওনেল মেসি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। দলটির হয়ে নিজের শুরুটা দুর্দান্ত করেছেন মেসি। অভিষেক ম্যাচে ফ্রি কিকে দুর্দান্ত এক গোলের পর টানা পাঁচ ম্যাচ গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবের হয়ে ৬ ম্যাচ খেলেই তাঁর গোল সংখ্যা ৯। তাঁর হাত ধরেই প্রথমবারের মত লিগস কাপের ফাইনালে ওঠেছে দলটি। 

এদিকে মিয়ামির হয়ে খেলা শুরুর পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টাইন জাদুকর। আর বিশ্বজয়ী মহাতারকার কথা শুনতে গতকাল মেসির সম্মেলনে ছিল সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে অধিনায়ক কথা বলেছেন দীর্ঘ সময়। 

গতকাল রাতে প্রকাশিত হয়েছে উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হবার দৌড়ে শীষ তিনে আছেন কোন তিনজন। ইউরোপ ছাড়লেও কেভিন ডি ব্রুইনা এবং আর্লিং হলান্ডের সঙ্গে মেসিয়া আছেন ব্যক্তিগত এ পুরস্কার অর্জনের দৌড়ে। এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি অর জয়ের দৌড়েও খুব ভালো ভাবেই আছেন মেসি। গতকাল সংবাদ সম্মেলনেও তাকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে। 

ব্যালন ডি অর নিয়ে প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমার মনে হয়ে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এপ্রশ্নের উত্তর আমি দিয়েছি। ব্যালন ডি অর খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে সারাবিশ্বেই এটি সবথেকে আকর্ষণীয় একটি। কিন্তু আমি কখনোই ব্যক্তিগত পুরস্কার নিয়ে মাথা ঘামাইনি, দলগত অর্জনই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নিজের ক্যারিয়ারে সবকিছু পেয়েছন জানিয়ে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমি ক্যারিয়ারের সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপের অপূর্ণতা ছিল কিন্তু কাতারে তাও পেয়েছি আমি। তাই ব্যালন ডি অর নিয়ে এখন খুব কমই ভাবি। 

বিসজ্বজয়ের পর একাধিক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন ফুটবল থেকে তাঁর নতুন করে আর কিছু পাওয়ার নেই। গতকালও একই কথা মনে করিয়ে দিয়েছেন বিশ্বজয়ী এ তারকা। তিনি বিওলেন, আমি এখন উপভোগ করছি। ব্যালন ডি অর নিয়ে ভাবছি না, এটা যদি পাই তাহলে ভালো তাহলেও ক্ষতি নেই কেননা আমার যা পাও্যায়র ছিল তাঁর সবই আমি পেয়েছি। 

বর্তমানে মিয়ামির হয়ে শিরোপা জয়ই তাঁর উদ্দেশ্য জানিয়ে মেসি বলেন, আমরা মিয়ামিতে এসেছি ক্লাবকে ভালো পর্যায়ে নিতে, শিরোপা জিততে এবং ব্যক্তিগত পর্যায়েও আমি শুধু এটা নিয়েই ভাবছি। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা