, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০৬:৫৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০৬:৫৬:৪৩ অপরাহ্ন
সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে শোক প্রকাশ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ইন্সপেক্টর খাইরুল ইসলাম। এর ফলে তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) পার্বত্য জেলায়। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, আরএমপির কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত এ পুলিশ সদস্য ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এ প্রসঙ্গে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্য খাইরুল ইসলাম জানান, সরল মনে পোস্টটি করেছিলাম। পরে সমালোচনার মুখে পোস্টটি ডিলিটও করে দেই।

এ বিষয়ে আরএমপির সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, খাইরুলের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ইউনিট নিশ্চিত হয়েছেন তারই আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়। ফলে বুধবার দুপুরেই প্রতিবেদন দাখিল করে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও জানান, খাইরুল পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃংখলা পরিপন্থী ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তরে থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস