, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কেউ অস্ত্র বানাতে গেলে নাম-ঠিকানা থানায় পাঠানোর নির্দেশ কামারদের

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৩ ০৪:৫২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৩ ০৪:৫২:০৫ অপরাহ্ন
কেউ অস্ত্র বানাতে গেলে নাম-ঠিকানা থানায় পাঠানোর নির্দেশ কামারদের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার দেশি অস্ত্র উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ। শুক্রবার (৫ মে) থেকে রোববার (৭ মে) ভোর পর্যন্ত তিন দিনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার এ তথ্য জানিয়েছেন।

এরপর শনিবার দুপুরে স্থানীয় কামারদের নিয়ে আলোচনা সভা করেন ওসি। এ সময় কামার পেশায় যাঁরা জড়িত আছেন, তাঁরা যেন প্রশাসনের অনুমতি ছাড়া কোনো লোহার অস্ত্র তৈরি না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়। যাঁরাই দেশীয় অস্ত্র বানাতে আসবেন, তাঁদের নাম-ঠিকানা রেখে পুলিশকে জানাতে বলা হয়। এতে একমত হন কামারেরা। 

অস্ত্র উদ্ধার ও কামারদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার। 
সর্বশেষ সংবাদ