প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) দেখা করবেন দেশের জনপ্রিয় আটজন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লিটু আনাম, ফেরদৌস, লাকী ইনাম, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন এই সাক্ষাৎ? এ বিষয়ে ফেরদৌসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে আগামীকালই মুক্তিযুদ্ধবিষয়ক একটি সিনেমা মুক্তি পাচ্ছে। ১৯৭১ সেইসব দিন নামের এই সিনেমা ইতোমধ্যে আলোচনা তৈরি করেছে। এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক।
সিনেমাটির মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের চেয়ে বড় আর কিছু হতে পারে না। সেই গল্পটিই বলতে চেয়েছি "১৯৭১ সেইসব দিন" সিনেমায়।'
ধারণা করা হচ্ছে এই সিনেমাকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎপর্ব হতে যাচ্ছে।