, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিচারককে ‘ঘুস’ অফার করে ক্লোজড হলেন পুলিশ কনস্টেবল

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০৩:৪৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০৩:৪৪:৫১ অপরাহ্ন
বিচারককে ‘ঘুস’ অফার করে ক্লোজড হলেন পুলিশ কনস্টেবল ফাইল ছবি
চট্টগ্রামে এক বিচারককে ঘুস অফার করে আদালতের প্রসিকিউশন শাখার এক কনস্টেবল প্রত্যাহার হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) ওই কনস্টেবলকে আদালত থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যের নাম মো. দুলাল মিয়া। তিনি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, কনস্টেবল দুলাল মিয়া একটি পারিবারিক মামলার তদবীর করতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের কক্ষে দেখা করতে যান। এসময় তিনি বিচারককে প্রয়োজনীয় নথিপত্রের সাথে টাকার বান্ডেল অফার করেন। এ ঘটনায় বিচারক ক্ষুব্ধ হয়ে তাকে আটকে রাখেন।

চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে সাথে সাথে ওই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিষয়টি কমিশনার স্যারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় বাকী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস