, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাবি শিক্ষক সমিতির প্রেস রিলিজে ১৫ বাক্যে ২৫ ভুল!

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০২:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০৩:২৮:১৫ অপরাহ্ন
ঢাবি শিক্ষক সমিতির প্রেস রিলিজে ১৫ বাক্যে ২৫ ভুল! ফাইল ছবি
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় দেয়া প্রেস রিলিজে ১৫টি বাক্যে ২৫টি ভুল বানান লেখা হয়েছে। গতকাল বুধবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত প্রেস রিলিজটিতে বানান ভুলের ছড়াছড়ি দেখা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রায় প্রতিটি লাইনেই ভুল বানান পরিলক্ষিত হয়েছে। ‘জাতির পিতা’-এর স্থলে ‘জতির পিতা’ এবং ‘কালরাত্রি’-এর স্থলে ‘কালরত্রি’সহ বেশকিছু অবাঞ্ছিত বানান দেখা গেছে। এ ছাড়াও বাক্য গঠনেও ভুলভ্রান্তি ছিল। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের সই করা বিজ্ঞপ্তিতে ভুল বানানের ছড়াছড়ি নিয়ে সামাজিকমাধ্যমে ইতোমধ্যে সমালোচনার ঝড় বইছে।

বুধবার (১৫ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত প্রেস রিলিজটিতে এ ভুল চোখে পড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ‘শিক্ষকমণ্ডলী’-এর পরিবর্তে ‘শিক্ষক মন্ডলী’, ‘শিক্ষক সমিতি’-এর পরিবর্তে ‘শিক্ষকসমিতি’, ‘কালরাত্রি’-এর পরিবর্তে ‘কালরত্রী’, দুবার ‘হত্যাকাণ্ড’-এর পরিবর্তে ‘হত্যাকান্ড’, ‘হিসেবে’-এর পরিবর্তে ‘হিসাবে’, ‘যুদ্ধাপরাধী’-এর পরিবর্তে ‘যুদ্ধপরাধী’, ‘জাতির পিতা’-এর পরিবর্তে ‘জতির পিতা’, ‘অধ্যাদেশের’-এর পরিবর্তে ‘অধ্যাদেশেরে’, ‘রাশেদ চৌধুরীসহ অন্যরা’-এর পরিবর্তে ‘রাশেদ চৌধুরীসহ ও অন্যান্যরা’, ‘বৈশ্বিক’-এর পরিবর্তে ‘বৈশিক’, ‘পুনর্বাসন’-এর পরিবর্তে ‘পূর্নবাসন’, ‘শোক দিবস’-এর পরিবর্তে ‘শোকদিবস’, ‘ঘণ্টাব্যাপী’-এর পরিবর্তে ‘ঘন্টা ব্যাপী’, ‘বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক কারণ’-এর পরিবর্তে ‘বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্বিক কারণসমূহ’, ‘শ্রেণি’-এর পরিবর্তে ‘শ্রেণী’, ‘দাবি’-এর পরিবর্তে ‘দাবী’, ‘প্রচারণা’-এর পরিবর্তে ‘প্রচারনা’, ‘বিচারপ্রক্রিয়া’-এর পরিবর্তে ‘বিচার প্রক্রিয়া’, ‘বিশ্ববিদ্যালয়সহ’-এর পরিবর্তে ‘বিশ্ববিদ্যালয় সহ’, ‘সরকারবিরোধী’-এর পরিবর্তে ‘সরকার বিরোধী’, ‘বাংলাদেশবিরোধী’-এর পরিবর্তে ‘বাংলাদেশ বিরোধী’ লেখা হয়েছে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া জানান, ‘আমাদের প্রেস রিলিজের বানানগুলো আগের নিয়ম অনুসরণ করেছি। টাইপিংয়ের ভুলগুলো ইতোমধ্যে কারেকশন করে পাঠিয়েছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ‘এই প্রজন্মের ছেলে-মেয়েদের সঙ্গে আমাদের মিলবে না। আমরা যেভাবে পড়াশোনা করেছি, সেভাবেই লিখি। বাংলায় আমি অত্যন্ত ভালো, হলিক্রস স্কুলে আমি পড়েছি। কয়েকটি শব্দে টাইপিং ভুল হয়েছে। অন্যগুলোর কোনোটা ভুল, এটা আমি স্বীকার করব না। দ্যাটস ইট, আমার বক্তব্য পরিষ্কার।’

তিনি আরও বলেন, ‘হোয়াট ডু মিন বাই বানান ভুল। আজকে বাংলা একাডেমি যা বলবে, আবার পাঁচ বছর পর বাংলা একাডেমি সেগুলো পরিবর্তন করবে। পরিবর্তনশীলতাই গ্রামার ও ল্যাঙ্গুয়েজের ধর্ম। ‘কারিগরি’ ই-কার দিয়ে, ‘দাবি’ ই-কার দিয়ে- এগুলো নতুন নিয়ম আমাদের জ্ঞানে নেই। আমি ভুল করিনি, জ্ঞাতসারেই করেছি। বানান চেইঞ্জ করতে হলে আমার সমস্ত জ্ঞান বুড়িগঙ্গায় বিসর্জন দিতে হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ও রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক আবুল কাশেম ফজলুল হক বলেন, শিক্ষক সমিতির বিবৃতিতে এরকম বানান ভুল, ভাষাগত ভুল সম্পূর্ণ অবাঞ্ছনীয়। আর যে কথাগুলো বলা হয়েছে, এতে দলীয় সংকীর্ণতার প্রকাশ আছে, জাতীয় স্বার্থে বলা দরকার। যখন এগুলো দলীয় স্বার্থে বলা যায়, তখন এটি ঠিক হয় না।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর