, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওয়ানডে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড, সব ম্যাচ মিরপুরে

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০১:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০১:১৭:৫২ অপরাহ্ন
ওয়ানডে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড, সব ম্যাচ মিরপুরে
আসন্ন এশিয়া কাপের ঠিক পরপরই এবং বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে কিউইরা বাংলাদেশে আসবে আগামী ১৭ সেপ্টেম্বর। এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হলেও জানা গেছে সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দিবা রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। ৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দিবে ২৬ আগস্ট। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ মিশন। এরপর ৩ সেপ্টেম্বর যেতে পাকিস্তানের লাহোরে খেলবে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ।

এরপর সুপার ফোরে গিয়ে ফাইনাল পর্যন্ত উঠলে নিউজিল্যান্ড সিরিজের আগে খুব বেশি সময়ই পাবে না টাইগাররা। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল শেষে দেশে ফিরে দুই-একদিনও যে বিশ্রাম করার সুযোগ পাবে না সাকিব আল হাসানের দল।

আগামী ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ শেষ করে ২৭ সেপ্টেম্বরই ধরতে হবে ভারতের বিমান। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে সাকিবদের খেলতে হবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। বিশ্বকপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচিঃ

২১ সেপ্টেম্বর - ১ম ওয়ানডে (মিরপুর)

২৩ সেপ্টেম্বর - দ্বিতীয় ওয়ানডে (মিরপুর)

২৬ সেপ্টেম্বর - তৃতীয় ওয়ানডে (মিরপুর)
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি