, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাহমুদউল্লাহকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ০৭:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ০৭:০৯:৩১ অপরাহ্ন
মাহমুদউল্লাহকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বাংলাদেশের ক্রিকেটে এখন যেন শ্রাবণের উত্তাল হাওয়া বইছে। টাইগার ওয়ানডে দলের অধিনায়ক ইস্যু নিয়ে বেশ নাটকীয়তার পর এখন আলোচনার টেবিলে বড় নাম মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের সিনিয়র এই ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
আর তাই অনেকের ধারণা, আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও হয়ত উপেক্ষিতই থেকে যাবেন রিয়াদ। ‘সাইলেন্ট কিলার’ আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন এমন বিশ্বাসও আছে অনেকের। তাই অভিজ্ঞ এই টাইগার ব্যাটারকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আজ বুধবার ১৬ আগস্ট বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে এশিয়া কাপ ও বিশ্বকাপে রিয়াদকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থক গোষ্ঠীরা। তামিম ইকবালকে অবসর ভেঙে যেভাবে ফিরিয়ে এনেছেন, তেমনই ভাবে রিয়াদকেও দলে ফিরিয়ে আনার দাবি জানান তারা।
 
এদিকে মানবন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত রিয়াদ সমর্থকদের দাবি, টাইগার প্রধান কোচ হাথুরুসিংহের চাপে বিসিবি রিয়াদকে বাদ দেওয়ার মতো হঠকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই ক্রিকেটারকে ফেরানো না হলে ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেবেন তারা।
 
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রিয়াদ। এরপর ‘বিশ্রামের’ নাম দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশ ও দেশের বাইরের উভয় সিরিজে জাতীয় দলের বাইরে রাখা হয় এই অলরাউন্ডারকে। সবশেষ আফগানিস্তান সিরিজে দলে তার ফেরার গুঞ্জন উঠলেও হজ পালনের জন্য ছুটি নেন রিয়াদ।

তবে এশিয়া কাপের ক্যাম্প শুরুর আগে রিয়াদকে অনুশীলনে ফিরতে দেখে ভিন্ন কিছুরই ইঙ্গিত মিলছিল। সেই ভিন্ন কিছুর আশা আপাতত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে অনেকটাই। সিনিয়র এই ক্রিকেটারকে এশিয়া কাপের জন্য বিবেচনাই করেননি নির্বাচকরা। যা মেনে নিতে পারছেন না রিয়াদের ভক্তসমর্থকরা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস