, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানে ১ লিটার পেট্রোলের দাম ২৯০ রুপি

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ০২:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ০২:৩৪:৩৯ অপরাহ্ন
পাকিস্তানে ১ লিটার পেট্রোলের দাম ২৯০ রুপি ছবি: সংগৃহীত
পাকিস্তানে এক লিটার পেট্রোল কিনতে হবে ২৯০দশমিক ৪৫ রুপিতে। দেশটিতে  তত্ত্বাবধায়ক  সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানীর দাম বাড়িয়েছেন। 
আগের দাম থেকে পেট্রোলের দাম বেড়েছে ১৭ দশমিক ৫০ রুপি। অপরদিকে হাইস্পিড ডিজেল প্রতি লিটার ২০ রুপিরও বেশি বেড়ে হয়েছে ২৯৩ দশমিক ৪০ রুপি।
আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরের দিনই জ্বালানির দাম বাড়ালেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ২০ রুপিরও বেশি বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে। খবর দ্য ডন।

সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকার মাত্র ১৫ দিন আগে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছিল। ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রতি লিটার জ্বালানির মূল্য ৪০ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা