, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ০২:১৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ০২:১৫:৪৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ
অবশেষে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ। জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাবেন এ বাঁ-হাতি পেসার। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন ঘোষণা দিয়েছেন ওয়াহাব নিজেই।

এদিকে টুইটারে ওয়াহাব লেখেন, ‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য যাত্রার পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, পরামর্শদাতা, সতীর্থ, ভক্ত এবং যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
 
পাকিস্তানের জার্সিতে ওয়াহাব খেলেছেন ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-২০ ম্যাচ। যার মধ্যে টেস্টে ৮৩টি, ওয়ানডেতে ১২০টি এবং ক্রিকেটে সংক্ষিপ্ততম আসরে ৩৪টি উইকেট শিকার করেছেন তিনি।

সবশেষ পাকিস্তান প্রিমিয়ার লিগে পেশওয়ার জালমির হয়ে মাঠ মাতিয়েছেন এ পেস বোলার। সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে নাম লিখিয়েছেন ওয়াহাব রিয়াজ। চলতি বছরের শুরুতে তিনি দেশটির পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান।
সর্বশেষ সংবাদ