পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অচিরেই বাংলাদেশ বিদেশি সব ঋণ পরিশোধ করে বোঝা মুক্ত হবে। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিদ্যানিকেতন হাইস্কুলে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ আশা প্রকাশ করেন।
এম এ মান্নান বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ নাগরিক ও প্রবাসীরাসহ সর্বস্তরের মানুষের আয় বাড়িয়ে দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বিদেশি ঋণ শোধ করা হচ্ছে। খুব শিগগিরই সব পরিশোধ করে বাংলাদেশ ঋণ মুক্ত হবে।
তিনি বলেন, বিদেশি ঋণের ভারে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। এমন মন্তব্য অনেকে করে থাকেন। তবে দেশের অর্থনীতি বহুদূর এগিয়ে গেছে। শ্রীলঙ্কা তো দূরের কথা, ২০টি শ্রীলঙ্কা মিলেও এখন বাংলাদেশের সমকক্ষ হতে পারবে না। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়িয়ে আস্থার মনোভাব সৃষ্টি করতে হবে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে আমাদের ভয় দূর করে সাহসের সঞ্চার করব। কারণ, তিনি আমাদের মতো নিপীড়িত জাতিকে সংগঠিত করে মহা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আমাদের বড় সম্পদ।