, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন নজরুল

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন
ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন নজরুল ফাইল ছবি
কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মূলহোতা নজরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে হয়।

একই দিন রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা নজরুল ইসলাম। তাকে র্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান মঈন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান