, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দলের প্লে অফ নিশ্চিত করে মাঠ ছাড়লেন সাকিব

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৩ ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৩ ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন
দলের প্লে অফ নিশ্চিত করে মাঠ ছাড়লেন সাকিব
এবার প্লে অফ নিশ্চিতের ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তবে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার ১৫ আগস্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাঁচা-মরার ম্যাচে কলম্বোকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে গল টাইটান্স। 

মাত্র ৮.৩ ওভারে দলকে ৭৫ রানের কাঙ্ক্ষিত লক্ষ্য এনে দেন সাকিব ও লাসিথ ক্রুসপুলে। অন্যদিকে বাজেহারে আসর থেকে ছিটকে গেছে শরিফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স। সাকিব ১৫ বলে ২ চারের মারে ১৭ রানে অপরাজিত ছিলেন। ক্রুসপুলে ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪২ রানে অপরাজিত ছিলেন। দুজনের অপরাজিত জুটিতে আসে ৪৬ রান।

এর আগে ওপেনিংয়ে নামা ভানুকা রাজাপাকসে ৭ বলে ৬ রানের ইনিংস খেলে আউট হন। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি প্রথমবার এলপিএলে খেলতে আসা লিটন দাস। ৪ বলে ১ রান করে তুলে মারতে গিয়ে ডিপ কভারে ধরা পড়েন তিনি। কলম্বোর হয়ে ১টি করে উইকেট ‍নিয়েছেন ইফতিখার আহমেদ ও জেফ্রি ভ্যান্ডারসে।

পুরো আসরে প্রথমবার কলম্বোর একাদশে ‍সুযোগ পাওয়া শরিফুল ইসলাম ১ ওভার বল করে ৭ রান খরচ করলেও ছিলেন উইকেট শূন্য। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তাবরিজ শামসি, সাকিব আল হাসান ও সিকুগে প্রসন্নদের বোলিং তোপে ব্যাট হাতে কোনো লড়াই করতে পারেনি কলম্বো। ১৫.৪ ওভারে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় তারা।

গলের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শামসি। ১৪ রানের বিনিময়ে প্রসন্নর শিকার ৩। অন্যদিকে বেশ কিপটে বোলিং করেছেন সাকিব। ৩.৪ ওভারে মাত্র ২.১৮ ইকোনমি রেটে ৮ রান খরচায় ১ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার। এদিন শুরু থেকেই গলের বোলাররা চেপে ধরে কলম্বোকে। প্রথমে জোড়া আঘাত হানেন লাহিরু কুমারা।

কলম্বোর দুই ওপেনার পাথুম নিসাঙ্কা (২) ও বাবর আজম (৬) সাজঘরে ফেরেন তার গতি আর সুইং পড়তে ভুল করে। এরপর তুরুপের তাস হয়ে আসেন শামসি। তার সঙ্গে বোলিং আক্রমণে যোগ দেন সাকিব। একপ্রান্তে প্রোটিয়া লেগ স্পিনার ঘূর্ণি আর গুগলিতে কাবু করতে থাকেন কলম্বোর ব্যাটারদের। অন্যপ্রান্তে উইকেট না পেলেও চেপে ধরেন সাকিব। শামসি একে একে তুলে নেন লাহিরু উদারা, নিপুন ধনাঞ্জয়া, নুয়ানিদু ফার্নান্দো ও মোহাম্মদ নেওয়াজের উইকেট।

উদারা ১৬ বলে ১৪, নিপুন ৯ বলে ১৩, নুয়ানিদু ১১ বলে ১৪ ও নেওয়াজ ১৫ বলে ১১ রান করেন। এরপর উইকেট উৎসবে যোগ দেন প্রসন্ন। লঙ্কান লেগ স্পিনারের সুইংয়ে কাবু হয়েছেন চামিকা করুনারত্নে, শরিফুল ইসলাম ও জেফ্রি ভ্যান্ডারসে। শেষদিকে আবার আক্রমণে এসে ইখতিখার আহমেদের উইকেট তুলে নিয়ে কলম্বোর ইনিংসের ইতি টানেন সাকিব।
সর্বশেষ সংবাদ