, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে আওয়ামীলীগের শোক র‌্যালিতে হাজার হাজার মানুষের ঢল

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ০৯:৫৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ০৯:৫৯:০৫ অপরাহ্ন
ঘোড়াঘাটে আওয়ামীলীগের শোক র‌্যালিতে হাজার হাজার মানুষের ঢল
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ১নং ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান লাবু চৌধুরী, আবুল বাসার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব কায়সার ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক খন্দকার, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ৩নং সিংড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ-সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান, ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
 
আলোচনা সভার এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক শোক র‌্যালি বের হয়ে উপজেলার রানীগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার নারী-পুরুষ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’