, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যানবাহনে তল্লাশির সময় এসআইকে পেটালেন যুবলীগের নেতাকর্মীরা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ০৬:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ০৬:০৭:৫৮ অপরাহ্ন
যানবাহনে তল্লাশির সময় এসআইকে পেটালেন যুবলীগের নেতাকর্মীরা
এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশির সময় হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এসআই জাকির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

এদিকে এসআই জাকির জানান, রাতে মহাসড়কের সমিতি বাজারে মোটরসাইকেল ও অটোরিকশা তল্লাশি করছিলেন। এ সময় অটোরিকশা তল্লাশির সময় পাশের মিরসরাইর বারৈয়ার হাটের জিশান ও আরিফকে থামান। তারা পরে পারভেজ নামে একজনকে ফোন দেয় তারা। 

পারভেজ মোটরসাইকেলে করে এসেই পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে সহযোগীদের হয়রানি করার অজুহাত তুলে তার ওপর হামলা করে। এতে তার নাক ফেটে রক্ত বের হয়। পরে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শর্যা হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের ভাষ্য, পারভেজ যুবলীগের সক্রিয় কর্মী। 

এ ব্যাপারে অভিযুক্ত পারভেজের মোবাইলে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ওসি সুদ্বীপ রায় পলাশ বিষয়টি স্বীকার করে জানান, পারভেজের নামে ছাগলনাইয়া, জোরারগঞ্জ ও ফেনী থানায় ধর্ষণ, ডাকাতি, অস্ত্রসহ ১৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস