, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইবিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ০৫:০৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ০৫:০৭:৪৩ অপরাহ্ন
ইবিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় প্রশাসন ভবন থেকে শোক র‍্যালি বের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর‍্যালের পাদদেশে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বিভিন্ন হল ও বিভাগসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এসময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অনুষদের ডিনবৃন্দ ও স্ব স্ব হলের প্রভোস্টগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ৫৫ বছরের জীবনের সব টুকু সময় দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল ১৯২০ সালে যেটি প্রথম বিশ্বযুদ্ধের পরে, আর এই জন্মই প্রমাণ করিয়ে দেয় একটা যুদ্ধের পরে স্রষ্টা আমাদের জন্য বঙ্গবন্ধুকে নেয়ামত হিসেবে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৮ টি মামলায় ১২ বছর জেল খেটেছেন। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের বিস্ময়। সেই বঙ্গবন্ধুকেই নিজ বাড়িতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে একদল দেশদ্রোহী বিশ্বাসঘাতক স্ব-পরিবারে হত্যা করে। যারা এই হত্যা কান্ড চালিয়েছে তাদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানায়।
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা