এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মিত আরও একটি ছবি আসছে সেলুলয়েড পর্দায়। ‘দুঃসাহসী খোকা’ নামের এ চলচ্চিত্রটি তৈরি হয়েছে জীবনী অবলম্বনে। তবে নির্দিষ্টভাবে কোনো সিনেমায় তার কৈশোরকালের গল্প উঠে আসেনি। তাই নির্মাতা মুশফিকুর রহমান গুলজার রূপালি পর্দায় তুলে আনছেন মহান এই নেতার কৈশোরকাল।
তিনি জানান, বঙ্গবন্ধুর জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি। যা মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। সিনেমাটি মুক্তি উপলক্ষে গতকাল ১৪ আগস্ট এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’র তিনটি পোস্টার ও টিজার দেখানো হয়। সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য জ্যোতি।
গুলজার বলেন, ‘সবাই মিলে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আশা করি, সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে।’ চলচ্চিত্রের মান বিচার করে পুরস্কার দেবে পরিচালক সমিতিচলচ্চিত্রের মান বিচার করে পুরস্কার দেবে পরিচালক সমিতি
এদিকে সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপুসহ অনেকে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গোলাম ফরিদা ছন্দা ও বঙ্গবন্ধুর বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা মাহা।