, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না: ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ১১:২৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ১১:২৫:৫৯ পূর্বাহ্ন
সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না: ডিএমপি কমিশনার
রাজধানীতে জামায়াতকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেছেন, গতকাল পুলিশ অনেক ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। কিন্তু জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। তাদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে তাদের গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না। 

তিনি বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে পুলিশকে জানিয়েছে তারা তাদের বাবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবে এজন্য তাদের ওপর আমরা কোনো বল প্রয়োগ করেনি। কিন্তু ভোরে তারা তাণ্ডব চালিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটসাইকেলে আগুন দিয়েছে। এর মাধ্যমে প্রতিয়মান হয় তারা তাদের চরিত্র পাল্টায়নি।

আগামীকাল ঢাকা গায়েবানা জানাজা আয়োজন করতে দেওয়া হবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ভোরে জামায়াত যে তাণ্ডব চালিয়েছে এরপর তাদের ঢাকায় জানাজা আয়োজন করতে দেওয়ার অনুমতি দেয়া হবে না।

এর আগে, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, ‘উনার দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

এর আগে রবিবার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদী। এদিন বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস