, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিংড়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ০৬:৫৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ০৬:৫৭:৪৯ অপরাহ্ন
সিংড়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ফাইল ছবি
রবিন খান, নিজস্ব প্রতিবেদক নাটোরঃ নাটোরের সিংড়ায় জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০ টায় চামারী ইউনিয়নের আশা বিলদহর স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য সেবা গ্রহন করেন এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। 

ডিস্ট্রিক্ট ম্যানেজার আনারুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা।

উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার মো: মাসুদ, মহিষমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আ: আলিম, 
শাখা ম্যানেজার মো: দেলোয়ার, চিকিৎসক ডা: সাব্বির আহমেদ, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সাংগঠনিক সম্পাদক রবিন খান প্রমুখ।

 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’