, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ , ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ০৫:৫৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ০৫:৫৯:১৩ অপরাহ্ন
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার ফাইল ছবি
পাকিস্তানের ৮ম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার।

সোমবার (১৪ আগস্ট) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেন। কাকারকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান অসীম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা ও সাবেক মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ ও করমর্দন করেন দেশটির নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। এখন তার প্রথম কাজ হবে নির্বাচনকালীন সময়ে দেশ পরিচালনার জন্য মন্ত্রিসভা গঠন করা। কাকারের তত্ত্বাবধায়ক সরকারকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

এর আগে, গত ৯ আগস্ট পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এর তিন দিনের মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করা হয়। 
সর্বশেষ সংবাদ
এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে

এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে