, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমার মধ্যে কোনো সমস্যা থাকলে নায়িকারা আমাকে নেতা বানাতেন নাঃ জায়েদ খান

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ০৩:২০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ০৩:২০:৫৪ অপরাহ্ন
আমার মধ্যে কোনো সমস্যা থাকলে নায়িকারা আমাকে নেতা বানাতেন নাঃ জায়েদ খান
এবার ‘নারীরা কীসে আটকায়’ ট্রেন্ডে গা ভাসিয়ে ফেঁসে গেছেন জায়েদ খান। নারীরা জায়েদ খানে আটকায় বলতেই এক অ্যাইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাকে। ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে জায়েদকে এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনিমা মান্নান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ।

এদিকে সংবাদমাধ্যমকে জায়েদ জানান, তিনি শুনেছেন বিষয়টি। তবে এখনও নোটিশ তার হাতে এসে পৌঁছায়নি। এ প্রসঙ্গে জায়েদ বলেন, “আমি নারীদের কোনোভাবেই ছোট করিনি। আমি প্রত্যেক নারীকে সম্মান করি। ‘নারী কিসে আটকায়’ প্রশ্নটা আমাকে সাংবাদিকেরা করেছেন।

আমি সেই উত্তর দিয়েছি মাত্র। আমি মনে করি, নারীরা ভালোবাসায় আটকায়, মায়ায় আটকায়, স্নেহে আটকায়। এই উত্তর আমার স্বাভাবিক মনে হয়েছে। এটা নিয়ে আইনি নোটিশ দেওয়ার কিছু নেই। তবে সেই চিঠি হাতে পেলে আমি আমার আইনজীবীর মাধ্যমে বক্তব্যের ব্যাখ্যা দেব।”
 
তিনি আরও বলেন, ‘আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। আমার মধ্যে কোনো সমস্যা থাকলে নায়িকারা আমাকে নেতা বানাতেন না। আমাদের সম্মানিত নায়ক–নায়িকাদের ভোটেই আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধিকবারের নির্বাচিত নেতা। আমার মধ্যে কোনো সমস্যা থাকলে নায়িকারা আমাকে নেতা বানাতেন না। তাদের সবাইকে আমি সম্মান করি।’

এদিকে নারী কীসে আটকায়, এমন প্রশ্নের মুখে জায়েদ বলেছিলেন, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়। জায়েদ খান সুন্দরী নারীতে আটকায়।’ তারপরই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে তাকে। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস