, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সন্ধ্যায় চুরি হওয়া টাকা-গয়না সকালে ফেরত দিয়ে গেল চোর!

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ১১:৫৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ১১:৫৬:২৫ পূর্বাহ্ন
সন্ধ্যায় চুরি হওয়া টাকা-গয়না সকালে ফেরত দিয়ে গেল চোর!
এবার নগদ লাখ লাখ টাকা ও প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না গত শনিবার সন্ধ্যায় চুরি হয়। কিন্তু একদিন পর গতকাল রবিবার সকালেই টাকা ও স্বর্ণ ফেরত দেয় চোর! শুনতে অবাক করার মতো হলেও এমনটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার হাবড়া থানার শ্রীপুরে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এমন ঘটনায় ওই এলাকায় একপ্রকার আলোচনা শুরু হয়েছে। কেউ এ ঘটনায় চোরকে মানবিক উপাধি দিচ্ছেন। তবে কেউ বলছেন, চুরিই হয়নি, সব নাটক!

এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শ্রীপুরের বাসিন্দা সুদীপ চক্রবর্তী। তিনি পেশায় বারাসত আদালতের ল’ক্লার্ক। গত শনিবার সন্ধ্যায় তার দুইতলা বাড়ির নিচতলায় ছিলেন শুধু বৃদ্ধা মা। সেদিন রাত আনুমানিক ৯টা নাগাদ তিনি এবং তার স্ত্রী বাড়িতে ফিরে দুইতলার ঘরে দেখেন, আলমারি ভাঙা, এলোমেলো অবস্থায় রয়েছে বাড়ির সব জিনিসপত্র। চুরি হয়েছে নগদ সাড়ে ৬ লাখ টাকা, প্রায় ১৫০ গ্রাম ওজনের স্বর্ণের গয়না। এতে মাথায় হাত পড়ে তাদের।

আর এমন ঘটনার পর রাতেই সুদীপবাবু হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশও রাতেই তাদের বাড়িতে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। কিন্তু অবাক করা ঘটনা ঘটে রোববার সকালে। এদিন সকাল সাতটায় ছাদের দরজা খুলতেই প্লাস্টিকের ব্যাগে চুরি যাওয়া স্বর্ণের গয়না দেখতে পান তারা।

এ নিয়ে সুদীপ চক্রবর্তী বলেন, রাতে বাড়ি ফিরে দেখি নগদ সাড়ে ৬ লাখ টাকা এবং প্রায় ১৫০ গ্রাম স্বর্ণের গয়না চুরি হয়েছে। দুশ্চিন্তায় রাতে ঘুমাতে দেরি হয়। এরপর সকালে ঘুম ভাঙার পর স্ত্রী জানায় ছাদে প্লাস্টিক ব্যাগে কিছু পাওয়া গেছে। গিয়ে দেখি, প্লাস্টিক ব্যাগের ভেতরে রয়েছে চুরি যাওয়া সব গয়না।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস