, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে যমুনার পানি অতিরিক্ত বৃদ্ধিতে চরাঞ্চল প্লাবিত

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৩ ১১:২২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৩ ১১:২২:০০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে যমুনার পানি অতিরিক্ত বৃদ্ধিতে চরাঞ্চল প্লাবিত
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দ্রুত বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে যমুনার অভ্যন্তরে চরাঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যেতে শুরু করেছে ফসলি জমিসহ বসতবাড়ি।

শনিবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার ৫ উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। ফসলের মাঠ তলিয়ে বসতবাড়িতেও পানি উঠছে। ভাঙন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।


কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চেলের নিম্নভূমি ও বিভিন্ন এলাকার  বসতবাড়িতেও পানি উঠতে শুরু করেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি ।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর