, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কমলো চিনি ও তেলের দাম, কাল থেকে কার্যকর

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ০৮:০৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ০৮:০৫:৫৪ অপরাহ্ন
কমলো চিনি ও তেলের দাম, কাল থেকে কার্যকর
এবার দেশে চিনির দাম কমিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

একই সঙ্গে বিশ্ব বাজারে ভোজ্য তেলের আমদানি মূল্য কমায় তেলের দামও কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন। আজ রবিবার সংগঠনটি দুটি এ তথ্য জানিয়েছে। নতুন দাম আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে। 

সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি কেজি প্যাকেটজাত চিনিতে ৫ টাকা কমিয়ে ১৩৫ এবং খোলা চিনিতেও ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেলে ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলে ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করেছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান