, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঠাকুরগাঁওয়ে রিক্সা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ০৬:৩১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ০৬:৩১:০২ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে রিক্সা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
ঠাকুরগাঁও থেকে:  ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকে লাইসেন্স ফি তিন গুন বৃদ্ধির প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার দুপুরে শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক মাহাবুব আলম রুবেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে জেলার শতাধিক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইক চালক এবং শ্রমিকরা অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও রিক্সা ভ্যান শ্রমিকদের মাসিক আয় বাড়েনি। তাদের মাসিক আয় ৮ থেকে ১০ হাজার টাকা। অথচ এসব রিক্সা ভ্যানের পৌর ফি বেড়েছে। এমতাবস্থায় পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকের উপর সরকার নির্ধারিত ফি অমান্য করে তিন গুন ফি বৃদ্ধির বিষয়টি শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের সামিল। এভাবে চললে শ্রমিকরা বৃহৎ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান