, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


২০০১ থেকে ২০০৬ সাল রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে চুরি, ডাকাতি ও মাদকের আখরায় পরিণত হয়েছিলো সিংড়া: পলক 

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ০৬:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ০৬:১৮:২৫ অপরাহ্ন
২০০১ থেকে ২০০৬ সাল রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে চুরি, ডাকাতি ও মাদকের আখরায় পরিণত হয়েছিলো সিংড়া: পলক 
রবিন খান, নিজস্ব প্রতিবেদক নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপরাধীদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অপরাধ, চুরি, ছিনতাই ও সন্ত্রাসীর সঙ্গে জড়িত থাকে, তাহলে আমাদের রাজনৈতিকভাবে তাকে কোনো আশ্রয় ও প্রশ্রয় দেয়া হবে না। যদি তার বিরুদ্ধে কেউ সুপারিশ করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শেখ হাসিনার স্বপ্নের রুপ প্রকল্প ২০৪১ বাস্তবায়ন করতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন ও সুশাসনের ফলাফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে ১২ ইউনিয়ন ও পৌরসভায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত গণ-শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ১৪ বছরে আমাদের এ সিংড়া চলনবিলকে উন্নত আধুনিক, নিরাপদ, একটি আদর্শ ডিজিটাল উন্নত শহরে পরিণত করেছেন। আমরা সংঘবদ্ধ অপরাধীকে নির্মূল এবং নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন রাজনৈতিক আশ্রয় ও প্রশ্রয়ে কোনো সন্ত্রাসী-দল, অপরাধী দল, ডাকাতদল সিংড়ায় নেই। সম্প্রতি সময়ে সিংড়ায় আবারো ছিনতাই, চুরি ও অপরাধের ঘটনা ঘটছে। এই চুরি, ছিনতাই, অপরাধ ও সন্ত্রাসের সংখ্যা ভয়াবহতা বাড়তে পারে বলে প্রতিরোধগুলোর ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা যে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছি, সে উন্নয়ন ও সুশাসনের ফলাফল আমরা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে চাই।

তিনি আরো বলেন, আধুনিক ও আদর্শ ডিজিটাল সিংড়ায় অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের আমরা নির্মূল করতে পারবো। পুলিশ একা পারবে না, সেজন্য পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।