বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের দুই সদস্য এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক এর সঙ্গে চা চক্রে মিলিত হয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতারা। আজ রোববার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে যান তারা। জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে এই তিন দলের নেতারা অংশ নিচ্ছেন।
এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরাত (বুবলী)। আর জাতীয় পার্টি থেকে অংশ নিচ্ছেন সংরক্ষিত সংসদ সদস্য শেরিফা কাদের, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে গেছেন বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।