, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ , ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


ফের বিয়ে করলেন অপু বিশ্বাস!

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ০৫:১২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ০৫:১৮:১৪ অপরাহ্ন
ফের বিয়ে করলেন অপু বিশ্বাস!
এবার যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন, আবারও হয়তো শাকিবের সংসারে ফিরছেন অপু বিশ্বাস। কিন্তু সেই সম্ভাবনা উড়ে গেল আজ রবিবার ১৩ আগস্ট বেলা ৩টা ৪৫ মিনিটে। এ সময় অপু বিশ্বাস তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখেন ‘গট ম্যারেড’।

অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে। সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড—এ বিষয়ে থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফান করেছি।
 
এদিকে অপু জানান, মজার ঘটনা ঘটে গেছে। হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।

এর আগে গত শুক্রবার ১১ আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইলে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে—স্থানীয় সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস।
গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান