দেশের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, নাইমুর রহমান দুর্জয়ের পর এবার রাজনীতিতে আসতে পারেন ক্রিকেটার সাকিব আল হাসান। এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লিগের হয়ে মনোনয়ন নিতে পারেন, বেশকদিন ধরেই এমন গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত শুক্রবার ১১ আগস্ট নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব প্রসঙ্গে পাপন বলেন,‘আমি জানি না এখনও পর্যন্ত। গতবারও এটা শুনেছিলাম। এটা আসলে দুই পক্ষের ব্যাপার। এখানে দল(আওয়ামী লিগ) কি চিন্তা করছে সেটাই মূল বিষয়। আমার জানা মতে, এখন আমরা যারা এমপি আছি, আমরাও মনোনয়ন পাব কিনা তা জানি না। তাই সাকিবের বিষয়টা কীভাবে বলব।’
এর আগে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কথা শোনা যায়। যদিও পরবর্তীতে এখনই নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছিলেন সাকিব। সাকিব মনোনয়ন না নিলেও নড়াইল-২ আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
এদিকে, প্রায় এক যুগ পর তিন ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন সাকিব আল হাসান। হুট করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে তামিমের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় বিসিবি।