এবার ৩৮ বছর বয়সে আল নাসরকে প্রথমবারের মতো অ্যারাবিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা পাইয়ে দিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইনালে করেছেন জোড়া গোল। পেয়েছেন গোল্ডেন বুটও। এই বয়সেও তার দুর্দান্ত ফর্ম দেখে যে কারো ঈর্ষা হতে পারে। তাইতো তার ভক্ত বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে আছে। বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় কে এমন তর্ক চলছেই।
এর আগেও ছিল। তবে সেটা ছিল পেলে ও ম্যারাডোনার মধ্যে। মেসি-রোনালদো চলে আসায় এই তর্কটা এখন এ দু’জনের মধ্যেই হয়ে থাকে। কারো কাছে মেসি সেরা তো কারো কাছে রোনালদো। এই যেমন ইরাক ভিত্তিক ক্লাব আল শোর্তার ইরাকিয়ান ফুটবলার নিজের ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ‘বিশ্বের দ্বিতীয় সেরা’র সঙ্গে।
তার মানে দাঁড়ায় তার কাছে প্রথম সেরা মেসি। যদিও তিনি মুখে কিছু বলেননি। তবে রোনালদোকে দ্বিতীয় সেরা বলায় তার সমর্থকদের রোষানলে পড়েছেন ইরাকের ফুটবলার আহমেদ জিরো। অ্যারাবিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল শোর্তা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে সেই ছবিটি তুলেছিলেন আহমেদ জিরো।
পর্তুগাল তারকা তার সঙ্গে তোলা ছবি ইরাকের খেলোয়াড় তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ইতিহাসের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের সঙ্গে।’ সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই রোনালদোর ভক্তরা সেটাকে ভালোভাবে মেনে নেয়নি। এই পোস্টটি মেসি ও রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে উস্কে দিয়েছে তা বলার বাকি থাকে না।
এছাড়াও এই ছবির ক্যাপশনে বিশ্বের সেরা বলতে কাকে বুঝিয়েছেন সেটাও স্পষ্ট করে বলেননি। রোনালদো সৌদি আরবের সঙ্গে যুক্ত হওয়ার পর মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ইন্টার মায়ামিতে দুর্দান্তভাবেই অভিষেক ঘটিয়েছেন। তিনি দলের হয়ে প্রথম পাঁচটি খেলায় মোট ৮টি গোল করেছেন। বর্তমানে তার দল লিগস কাপের সেমিফাইনালে অবস্থান করছে।
গত বছরের নভেম্বরে এক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরোর। এর মাসখানেক আগে ইরানির সুপার কাপের ফাইনালে আল শর্তার জার্সিতে প্রথমবার মাঠে নামেন এই রাইটব্যাক। গত মাসে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি লিগ নিয়ে একটি মন্তব্য করেন। যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুতগতিতে ছড়িয়ে যায়।
তিনি জানান যে, সৌদি লিগ বর্তমানে মেজর লিগ থেকে ভালো অবস্থায় রয়েছে। এর সঙ্গে সঙ্গেই তিনি ভবিষ্যদ্বাণী করেন, কয়েকদিন পরে এই লিগ তুর্কি এবং ডাচ লিগকেও ছাড়িয়ে যেতে পারে। রোনালদো সাংবাদিকদের বলেন, আমি শতভাগ নিশ্চিত যে আমি কোনো ইউরোপীয় ক্লাবে আর ফিরব না। তারা সৌদি লিগে আসার জন্য আমার সমালোচনা করেছিল, কিন্তু এখন কী হচ্ছে? আমি সৌদি লিগের পথ খুলে দিয়েছি এবং এখন সব খেলোয়াড় এখানে আসছে। আমি ইউরোপীয় ফুটবলে ফিরব না। তার দরজা আমার কাছে পুরোপুরি বন্ধ। সূত্র: গোলডটকম