, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিল জুড়ে পদ্মফুলের সমাহার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ১২:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ১২:০৯:১৩ অপরাহ্ন
বিল জুড়ে পদ্মফুলের সমাহার
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা সোনাকান্ত বিলে বিভিন্ন রঙের পদ্মফুল ফুটেছে। এসব পদ্ম দখিনা বাতাসে দোল খাচ্ছে। ফুলের উপর ওড়াউড়ি করছে নানা প্রজাতির পাখি। পাখিদের কিচিরমিচির আওয়াজে মুগ্ধ শিশু, কিশোর, যুবক, বৃদ্ধরা। বিভিন্ন জায়গা থেকে এখানে পদ্মফুল দেখতে আসছেন পদ্ম প্রেমিরা।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জলজ ফুলের রানি খ্যাত পদ্মফুল সোনাকান্ত বিলে ভাসছে। দুর থেকে মনে হয়, এই বিল জুড়ে যেন পদ্ম ফুলের মেলা বসেছে। প্রকৃতির সাজে সেজেছে প্রকৃতি। এই বিলে পদ্মফুল দেখতে প্রতিদিন দুর-দূরান্ত থেকে নানা বয়সের অনেক প্রকৃতিপ্রেমী ঘুরতে আসছেন। উপভোগ করছেন পদ্মফুলের সৌন্দর্য।

কথা হয় স্থানীয় বাসিন্দা সায়মা ইসলাম, সানজিদা ও লিমনের সঙ্গে। তারা জানান, এই মাঠটি সোনাকান্ত বিল নামে পরিচিত। এখানে ইরি বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করা হতো। কিন্তু জায়গাটি একটু নিচু হওয়ায় বর্ষা বৃষ্টির দিনে এখানে পানি জমে থাকে। গত বছরও পদ্মফল ফুটেছিল।  কিন্তু এ বছরের তুলনায় অনেক কম। এবছর পদ্মফুলের গাছ বেড়ে এখন প্রায় ৩০ বিঘা জমিতে ছড়িয়ে পড়েছে। ফলে পদ্মফুলে ভরে গেছে সোনাকান্ত বিল। বিভিন্ন ব্যক্তি এই ফুল দেখতে এই বিলে আসছেন। তারা আরো জানান, রাস্তা না থাকায়  পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে সোনাকান্ত বিলে পদ্মপ্রেমীদের  আসতে সমস্যায় পড়তে হয়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্মগাছ জন্ম নেয় এবং ফুল ফোটে। এটি সাদা, লাল ও নীল রঙের হয়।  একটি গাছে একটি ফুল ফোটে। রাত থেকে সকালের মধ্যে ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর