, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গড়াই নদে জালে উঠে এলো বিষধর রাসেল ভাইপার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ১১:৪৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ১১:৪৩:১২ পূর্বাহ্ন
গড়াই নদে জালে উঠে এলো বিষধর রাসেল ভাইপার
খালিদ সাইফুল,কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে ধরা পড়েছে বিষধর এ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। শনিবার (১২ আগস্ট) দুপুরের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে এক জেলের মাছ ধরার জালে বিষধর সাপটি ধরা পড়ে।

এলাকাবাসী বিবিসিএফ কুষ্টিয়া টিম ও বন বিভাগে খবর দিলে জেলের মাছ ধরার ফাঁদ (দোয়ার) থেকে বিবিসিএফ কুষ্টিয়া টিম সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়।

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি ও ‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, শনিবার দুপুরের দিকে তাদের কাছে খবর আসে কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে স্থানীয় এক জেলের জেলের মাছ ধরার ফাঁদে (দোয়াড়) একটি সাপ আটকে আছে। এমন খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক-ভাবে সেখানে যাই এবং সাপটিকে উদ্ধার করি। উদ্ধারের পরে সাপটিকে দেখে নিশ্চিত হওয়া গেছে এটা পৃথিবীর সবচেয় বিষধর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) জাতের। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ জানান, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পারি কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে জেলেদের মাছ ধরার জালে একটি সাপ আটকে আছে। এমন তথ্যের ভিত্তিতে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলনের সহযোগিতায় আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে সাপটিকে অবমুক্ত করা হবে।

চলতি বছর গড়াই নদে জেলেদের জালেসহ কয়েক দফায় সাতটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস